৭০০ এরও বেশি মৃতদেহ উদ্ধার:শরীরে তীব্র আঘাত,মিলছে না পরিচয়

৭০০ এরও বেশি মৃতদেহ উদ্ধার:শরীরে তীব্র আঘাত,মিলছে না পরিচয়
গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা উপত্যকার বিভিন্ন এলাকা থেকে ৭০০ এর বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তবে অধিকাংশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদেহগুলির বেশিরভাগের শরীরে তীব্র আঘাতের চিহ্ন রয়েছে, যা পরিচয় নির্ধারণে জটিলতা সৃষ্টি করেছে। গাজার মুখপাত্র মেজর মাহমুদ বাসল জানিয়েছেন, পরীক্ষাগারের অভাব এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে মৃতদেহের পরিচয় শনাক্তকরণে সমস্যা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারেরও বেশি মৃতদেহ আটকা পড়ে রয়েছে, তবে সেগুলোর উদ্ধার সম্ভব হচ্ছে না। বাসল আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাঘব হয়। অজ্ঞাত মৃতদেহগুলো বর্তমানে ‘অজানা’ শ্রেণীভুক্ত কবরস্থানে সমাহিত করা হচ্ছে, যার মধ্যে অনেক মৃতদেহের টুকরো বা হাড় রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলোর যন্ত্রণা এখনও চলমান রয়েছে।